রোবট দিয়ে যৌনসুখ - BD Health Barta

রোবট দিয়ে যৌনসুখ

ভবিষ্যতে সেক্সুয়াল বিভিন্ন কারনে ব্যবহার করা যাবে রোবটকে। এমনটাই মনে করছেন মার্কিন রোবোটিক্স বিজ্ঞানী প্রফেসর রডনি ব্র“কস। তার বক্তব্য ,এটা ভেবে নেওয়ার কারন নেই যে যন্ত্রের দ্বারা কোনও যৌনসুখ পাওয়া সম্ভব হবেনা। মার্কিন কোম্পানী আই রোবোটের প্রাক্তন প্রধান টেকনিক্যাল অফিসার ব্র“কসকে উদ্ধৃত করে এক সংবাদপত্র জানাচ্ছে আমাদের কাছে বর্তমানে যা টেকনোলোজি আছে প্রত্যেকটিতেই সেক্সুয়াল ড্রাইভার আছে। তাই এক সময় সেক্সবোট আবিস্কার করা ও সম্ভব হবে।
তবে এখন এরকম কোনও রোবট আবিস্কার করা সম্ভব হয়নি। এর সাথে তিনি এও বলেছেন,এই ধরনের সেক্সবোট তৈরি করতে বেশ কিছু সময় লগবে। তিনি বলেন আগামী তিনশো বছরের মধ্যে এমন দিনও আসতে পাওে যখন হয়তো মানুষ এবং রোবটের বিবাহ হবে।

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews