বিবাহিত জীবনের রোমান্টিক ট্রিক্স
চৈতীর বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো! কিন্তু নতুন বউএর স্বভাবসুলভ মধুরতা যেন ম্লান হয়ে গেছে। সারাক্ষণই প্রায় মনমড়া হয়ে থাকে সে। কারণ জানতে গিয়ে জানা গেল চৈতীর স্বামী ব্যাস রোমান্টিক প্রকৃতির হলেও, কোথায় যেনো একটু বাঁধা।
ওদিকে সোনিয়ার বিয়ে হয়েছে প্রায় বারো বছর, ছেলে মেয়েরা ভালো অভিজাত স্কুলে পড়ছে, সংসারেও চারিদিকে অভাব নেই। সুখী পরিবার বলতেও যা বোঝায়, তার ভেতরেও কোথায় যেনো একটু গোমোট ভাব!
উপরের কাহিনী দুটির দৃশ্যপট দুটি ভিন্ন হলেও কারণ কিছুটা একই। সাধারণত নতুন বিয়ের ক্ষেত্রে কম জানাশোনা বা স্বাভাবিক জড়তার কারণে এমনটা হয়।
আবার অনেক সময় আস্তে আস্তে ভালোবাসার টানাপোড়ন কমতে থাকে, সেক্ষেত্রে হানা দেয় ভালোবাসার ঘাটতি৷ মনের সঙ্গে শারীরিক বন্ধনটা যদি সুদৃঢ় থাকে তাহলে আপনার বৈবাহিক জীবনও মধুর হবে৷ তবে বেশীরভাগ ক্ষেত্রেই সন্তান হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্কের মধ্যে ব্যবধান তৈরী হয়৷ আর এই শারীরিক ব্যবধানটা কোন কোন সময় এতটাই ভয়াবহ রুপ ধারণ করে যা স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব নিয়ে আসে৷ স্ত্রীকে ছেড়ে স্বামী তখন অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হন৷ চলুন বিবাহিত জীবনে রোমান্টিকতা বজায় রাখতে গেলে কি ধরণের সেক্স ট্রিক্স মানতে হবে তা জেনে নিই৷
উপরের কাহিনী দুটির দৃশ্যপট দুটি ভিন্ন হলেও কারণ কিছুটা একই। সাধারণত নতুন বিয়ের ক্ষেত্রে কম জানাশোনা বা স্বাভাবিক জড়তার কারণে এমনটা হয়।
আবার অনেক সময় আস্তে আস্তে ভালোবাসার টানাপোড়ন কমতে থাকে, সেক্ষেত্রে হানা দেয় ভালোবাসার ঘাটতি৷ মনের সঙ্গে শারীরিক বন্ধনটা যদি সুদৃঢ় থাকে তাহলে আপনার বৈবাহিক জীবনও মধুর হবে৷ তবে বেশীরভাগ ক্ষেত্রেই সন্তান হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্কের মধ্যে ব্যবধান তৈরী হয়৷ আর এই শারীরিক ব্যবধানটা কোন কোন সময় এতটাই ভয়াবহ রুপ ধারণ করে যা স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব নিয়ে আসে৷ স্ত্রীকে ছেড়ে স্বামী তখন অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হন৷ চলুন বিবাহিত জীবনে রোমান্টিকতা বজায় রাখতে গেলে কি ধরণের সেক্স ট্রিক্স মানতে হবে তা জেনে নিই৷
রুটিন বদলে চলুন: ব্যস্ত জীবনের থেকে খানিকটা সময় বার করে আপনার স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করুন৷ এমন দিনটাকে বাঁছুন যেদিন আপনার ছেলেমেয়েরা স্কুলে থাকবে৷ সেই মধুর সময়টাকে উপভোগ করতে কখনও ভুলবেন না৷ এতে আপনার কাজের এনার্জী দ্বিগুন বৃদ্ধি পাবে৷
স্বামীর সঙ্গে বার্তালাপ করুন: স্বামী-স্ত্রীর মধ্যে বার্তালাপ ঠিকমত না হলে দূরত্ব তৈরী হয়৷ আর এই কমিউনিকেশন গ্যাপই একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরী করে৷ যদি রাতে দেরী করে বাড়ি ফেরার জন্য স্বামীর সঙ্গে কথা বলতে না পারেন তাহলে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপটা নিয়ে মিষ্টি চুম্বনের মধ্যে দিয়ে স্বামীর ঘুম ভাঙানোর চেষ্টা করুন৷
স্পর্শ রোমন্থন: বিয়ের পর পর স্বামী-স্ত্রীর সম্পর্কটা খুবই মধুর থাকে৷ একে অপরকে চোখে হারানো, আস্তে করে কোমরে হাত রাখা,আলতোভাবে বুকের কাছে টেনে আনা এসবের মাঝে দাম্পত্য প্রেমটা গভীর স্তরে পৌঁছায়৷ কিন্তু এই দিন যত গড়াতে থাকে অর্থাত সম্পর্কটা একটু পুরোনো হযে যাওয়ার পর এসবের অস্তিত্ব আর থাকে না৷ আর সন্তান হয়ে যাওয়ার পর তো সব যেন কোথায় হারিয়ে যায়৷ এই মধুর মুহুর্ত গুলোকে জীবন থেকে হারাতে দেবেন না৷ সন্তান জন্মানোর পরেও সেই নতুন স্পর্শ,নতুন অনুভূতির অস্তিত্ব জীবনে বজায় রাখুন৷