নারীর প্রতি পুরুষ নয় নারীরাই বেশি আকৃষ্ট - BD Health Barta

নারীর প্রতি পুরুষ নয় নারীরাই বেশি আকৃষ্ট


নারী-পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট একটি স্বাভাবিক ব্যপার। তবে আজকাল এর ব্যতিক্রমও দেখা যাচ্ছে। এখন শুধু বিপরীত লিঙ্গের মানুষ একে অপরের প্রতি যে আকৃষ্ট হয় তা নয়। এখন দেখা যায় সমজাতীয় লিঙ্গের প্রতিও আকর্ষন।
এক গবেষণায় দেখা গেছে, যৌনাকাঙ্খার বিষয়ে নারীরা একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, এমন ৪৮৪ জন নারীর ওপর গবেষণা চালায় যুক্তরাষ্ট্রের বোয়েসি স্টেট ইউনিভার্সিটি। গবেষণায় দেখা যায়, শতকরা ৬০ ভাগ নারী অন্য নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, ৪৫ ভাগ নারীর অন্য নারীকে চুম্বন দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং ৫০ ভাগ নারী সমলিঙ্গের কারও সঙ্গে যৌনক্রিয়ার কল্পনা করে।

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews