প্রতারণায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে - BD Health Barta

প্রতারণায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে


নারীরা তাদের জীবনসঙ্গীকে সবসময় প্রতারক ভাবে। সেই সঙ্গে সন্দিহান মনোভাব নিয়ে তাদের আচরণ পরিলক্ষিত হয়। নিজেরা প্রতারক হবেন তা যেন তারা মানতেই পারেননা। এমনসব নারীদের মনোভাব পালটে দিয়েছেন ব্রিটেনের এক দল গবেষক। আর তাদের গবেষনায় বের হয়ে এসেছে নারীরা যে কি পরিমাণ প্রতারণা করে থাকেন।
৩ হাজার নারী-পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছে ব্রিটেনের ঘটকালি প্রতিষ্ঠান ‘কফি এন্ড কোম্পানি’। গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ব্রিটেনের ‘দ্য সান’।
গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচ জনে একজন (২০ শতাংশ) নারী জানিয়েছেন, তারা যদি অন্য কোন পুরুষের প্রতি অনুরক্ত হন তবে অবশ্যই তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। অন্যদিকে, এক্ষেত্রে মাত্র ৯ শতাংশ পুরুষ তার সঙ্গিনীর সাথে প্রতারণা করবে বলে জানিয়েছেন।

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews