ছেলে না মেয়ে? - BD Health Barta

ছেলে না মেয়ে?


প্রথম সন্তান হিশেবে ছেলে না মেয়ে চান? এখনকার সময়ের হবু মা-বাবাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা হয়তো বেশিরভাগ সময়ই উত্তর দেবেন, ছেলে হোক মেয়ে হোক সন্তান সুস্থ সবল ভাবে ভূমিষ্ঠ হলেই তারা খুশী। তবুও কি অবচেতন মনে কোন সুপ্ত আকাঙ্খা লুকিয়ে থাকেনা? আপনি নিজে একটু ভেবে দেখুন কিছু প্রশ্নের উত্তর, ‘প্রথম সন্তানটি কী হলে ভালো হয়— ছেলে না মেয়ে? কাংখিত সন্তান দুই বা ততোধিকের ক্ষেত্রে কোনটি হলে বেশী ভালো—ছেলে না মেয়ে? যদি কেবল একটি সন্তান হয়, তাহলে কী হলে ভালো— ছেলে না মেয়ে?’
কি, ভেবে নিয়েছেন? এবার তাহলে উত্তরগুলো মিলিয়ে নিন এই জরিপের সঙ্গে। জরিপটি পরিচালনা করেছে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দুই হাজার শিক্ষার্থী ও কর্মকর্তার ওপর পরিচালিত জরিপটি ‘জার্নাল অব এনথ্রোপলজিতে’ প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, বেশির ভাগ পুরুষই চান ছেলে সন্তান। আর নারী চান মেয়ে সন্তান।
এর কারণও ব্যাখ্যা করেছেন গবেষকেরা। তাঁদের মতে, পুরুষ চায় বংশ রক্ষা করতে। চেতন বা অবচেতন মনে পুরুষের মধ্যে এই আকাঙ্ক্ষা কাজ করে। আর প্রথাগত সমাজব্যবস্থায় প্রচলিত ধারণা হলো, মেয়েসন্তান কখনই কোনো বংশের উত্তরাধিকারী নয়। তাই পুরুষের পছন্দের তালিকায় থাকে ছেলেসন্তান। আর অন্যদিকে নারী সব সময়ই মেয়েসন্তান পছন্দ করেন। কারণ তাঁরা মনে করেন, মেয়েসন্তান তাঁর ভালো বন্ধু হতে পারবে। তাঁকে বুঝতে পারবে। এ ছাড়া আরও যে বড় কারণ তা হলো, জীবনে ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নারীর যে আকাঙ্ক্ষা থাকে, তা অনেক সময়ই নানামুখী চাপের কারণে পূরণ হয় না। আর সেই অপূর্ণ বাসনা নারী পূরণ করতে চান তাঁর মেয়েসন্তানের মধ্য দিয়ে।
চিকিত্সক রাজেন্দ্র কালে জানান ছেলেসন্তানের আকাঙ্ক্ষা বেশি বলেই গর্ভপাতের ঘটনা বেশি ঘটে। এ কারণে ৩০ সপ্তাহের আগে সন্তান ছেলে না মেয়ে, হবু মা-বাবাকে তা জানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র টাইম

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews