মশা মেয়েদের প্রতি বেশী আকৃষ্ট - BD Health Barta

মশা মেয়েদের প্রতি বেশী আকৃষ্ট

মশার কামড় খায়নি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যেসব মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় সেগুলো স্ত্রী মশা। পুরুষ মশা আমাদের কামড়ায় না। কারণ রক্ত তার খাদ্য নয়।
কিন্তু স্ত্রী মশার ব্যাপার আলাদা, তার খাদ্য রক্ত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন স্ত্রী এনোফিলিস মশা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি পছন্দ করে, ফলে তাদের বেশি কামড়ায়।
বিজ্ঞানীরা আরও বলেছেন, পুরুষ অপেক্ষা মেয়েদের ঘামের সঙ্গে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে বেরিয়ে আসে। মেয়েদের চামড়ায় ওই কয়েকটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য স্ত্রী মশাকে ছেলেদের চেয়ে মেয়েদের দিকেই বেশি আকর্ষণ করে। ফলে মেয়েদের তুলনামূলকভাবে মশার কামড় বেশি খেতে হয়। এ ছাড়াও এক ধরনের হরমোন মেয়েদের ঘামের ভেতর দিয়ে বেশি বেরিয়ে আসে। এ হরমোনের জন্যও মশা মেয়েদের গায়ে বেশি বসে, ফলে মেয়েরা মশার কামড়ও বেশি খায়।

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews