কোমল ত্বক পেতে হলুদ - BD Health Barta

কোমল ত্বক পেতে হলুদ

যুগ যুগ ধরে বাঙালীর খাদ্য তালিকায় প্রধান মসলা হিসেবে হলুদের ব্যবহার অপরিহার্য।তবে এই হলুদ শুধুমাত্র মসলা ছাড়াও উপকারী হতে পারে অন্যভাবে।
সাধারণ আরেকটি ব্যবহার আমরা জানি কোন কাটা ছেড়ায় হলুদ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হতে পারে।আবার সামান্য ঠান্ডা লাগায় গরম দুধের সাথে এই চিমটে হলুদ মিশিয়ে পান করলে ঠান্ডার সমস্যাও দূর হতে পারে।আবার এই হলুদ ই ব্যবহার করা যাবে কোমল ত্বকের যত্নে।
অমসৃণ ত্বকে হলুদের গুড়োর সাথে শশার রস অথবা লেবুস রস মিশিয়ে লাগান।১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।ভালো উপকার পেতে রোজ এই মিশ্রণটি ব্যবহার করতে ভুলবেন না।দেখবেন ত্বক কতটা মসৃণ লাগে।
হলুদ বেটে সারা শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।এতে ত্বকে আসবে কোমলতা।
অল্প একটু দুধের ক্রিমের সাথে হলুদ মিশিয়ে লাগালে ত্বক হবে কোমল,মসৃণ আর সতেজ।

Popular Posts

Sort Posts by Month

Search This Blog

Total Pageviews